করের আওতায় আসছে অনলাইন ব্যবসা

করের আওতায় আসছে অনলাইন ব্যবসা

করের আওতায় আসছে অনলাইন ব্যবসা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরে ইন্টারনেটভিত্তিক কেনাকাটা ই-কমার্সকে ভ্যাটের আওতায় আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ফেসবুকের মাধ্যমে কেনাকাটাসহ সব ধরনের ই-কমার্সের ওপর অভিন্ন ৫ শতাংশ হারে ভ্যাটের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর আগে ২০১৫ সালেও প্রস্তাবিত বাজেটে ই-কমার্সের ওপর ৪ শতাংশ ভ্যাট রাখা হয়েছিল। অবশ্য পরে এটি বাদ দিতে বাধ্য হয়েছিলেন।

দেশে বর্তমানে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটি ৫৯ লাখ। সেই তুলনায় ই-কমার্স ব্যবহারকারীর সংখ্যা কম হলেও ভবিষ্যতে এ সংখ্যা বাড়বে বলে মনে করা হয়। অনেকেই এখন অনলাইন ব্যবসায় ঝুঁকছেন। মন্দা চাকরির বাজারে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ইন্টারনেটকে পুঁজি করে আয়ের পথ ধরছে।

ফেসবুকে পেজ খুলে বা ওয়েবসাইট তৈরি করে ব্যবসা শুরু করেছেন। বিভিন্ন বিখ্যাত ব্রান্ডও ভিজুয়াল শোরুমের পাশাপাশি ভার্চুয়াল শো-রুম খুলে ই-কমার্স শুরু করেছে।

তবে এ ধরনের ব্যবসা সংশ্লিষ্টরা আইটি ও ই-কমার্সকে ২০২৪ সাল পর্যন্ত ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন।

ই-কমার্স ব্যবসা সংশ্লিষ্টরা বলেন, প্রতিদিন ২০ লাখ মানুষ অনলাইনে কেনাকাটা করছেন। বার্ষিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এই বাজারের আকার এখন প্রায় দুই হাজার কোটি টাকা।

সম্পর্কিত খবর