কক্সবাজারে বিশ্ব সমুদ্র দিবস পালিত

কক্সবাজারে বিশ্ব সমুদ্র দিবস পালিত

ইসমত আরা ইসু • কক্সবাজার প্রতিনিধি

বিশ্ব সমুদ্র দিবসে সমুদ্রের সম্ভাবনা,অবদান এবং সামুদ্রিক দূষণ রোধ ও এর প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সৈকত পরিচ্ছন্নতা অভিযান।  

আজ (৮ জুন) সকালে সী এ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড ও ব্লু গ্রীন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের মোটেল রোড প্রদক্ষিণ করে সমুদ্র সৈকতে এসে শেষ হয়। পরে লাবণী বীচ পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

 

এ সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, ট্যুরিস্ট পুলিশ সুপার মো: জিল্লু রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মুসলেম উদ্দিন, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের কর্মকর্তা মো: শফিকুর রহমান চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের ফিস ওয়ার্ল্ড পরিদর্শনের সুযোগ করে দেয়া হয়।  

ইসু/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর