বিশ্বকাপের আগে জার্মানির স্বস্তির জয়

বিশ্বকাপের আগে জার্মানির স্বস্তির জয়

বিশ্বকাপের আগে জার্মানির স্বস্তির জয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা। ফিফা র‌্যাংকিংয়েও জার্মানি রয়েছে শীর্ষে। অথচ আসন্ন রাশিয়া বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে নামতে যাওয়ার আগে জয়ের স্বাদ প্রায় ভুলতে বসেছিল জোয়াচিম লোর দল।

টানা পাঁচ ম্যাচের জয়খরা ভাবিয়ে তুলেছিল জার্মান সমর্থকদের।

অবশেষে কাটল সেই খরা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানি ফিরল জয়ের ধারায়।

শুক্রবার রাতে লেভারকুসেনে এবারের বিশ্বকাপের আরেক দল সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। ঘরের মাঠে ফিফা র‌্যাংকিংয়ের ৬৭ নম্বর দলের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের এমন সাদামাটা পারফরম্যান্সে সমর্থকদের মন না ভরলেও রাশিয়ায় উড়াল দেয়ার আগে স্বস্তির জয়ে হাঁপ ছেড়ে বেঁচেছেন কোচ জোয়াচিম লো।

টানা দুই হারের পর এ জয়ে একটু হলেও আত্মবিশ্বাস বাড়বে মুলারদের। ২০০২ বিশ্বকাপের গ্রুপপর্বে সৌদি আরবকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি। গত পরশু রাতে জার্মানির শুরুটা দেখে মনে হচ্ছিল এবারও গোলবন্যায় ভেসে যাবে সৌদি আরব। মার্কো রয়েসের পাস থেকে আট মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন টিমো ভার্নার।

এরপর সামি খেদিরা ও রয়েসের দুটি শট পোস্টে প্রতিহত হয়। এমন ঝড়ো শুরুর পরও শেষ পর্যন্ত বেশ ঘাম ঝরিয়েই জিততে হয়েছে স্বাগতিকদের। ৪৩ মিনিটে জার্মানির দ্বিতীয় গোলটি আসে আত্মঘাতী গোল থেকে।

ভার্নারের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন সৌদি ডিফেন্ডার ওমর হাউসাওয়ি। দ্বিতীয়ার্ধে জার্মানিকে চেপে ধরেছিল সৌদি আরব। ৮৪ মিনিটে অতিথিদের পেনাল্টি উপহার দেন খেদিরা। মোহাম্মদ আল সাহলাইয়ের পেনাল্টি শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

কিন্তু ফিরতি বল সহজেই জালে জড়িয়ে দেন আল জসিম। তাতে ব্যবধান কমলেও জার্মানিকে জয়বঞ্চিত করতে পারেনি সৌদি আরব। জার্মানির পড়শি পোল্যান্ডকে এদিন ২-২ গোলে রুখে দিয়েছে চিলি।
সেনেগালের বিপক্ষে ক্রোয়েশিয়া জিতেছে ২-১ গোলে। সুইজারল্যান্ডের কাছে জাপান হেরেছে ২-০ গোলে। এ ছাড়া লিথুয়ানিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করেছে ইরান।

 


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর