ভারতকে ধরাশায়ী করায় ম্যাচ সেরা রোমানা

ভারতকে ধরাশায়ী করায় ম্যাচ সেরা রোমানা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্বাসরুদ্ধকর এ জয়ের নায়ক অলরাউন্ডার রোমানা আহমেদ।

বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ২৩ রান। আর এতেই নায়ক বনে যান বাংলাদেশ দলের সহ-অধিনায়ক রোমানা।

তার এই অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদেই অবিস্মরণীয় জয়ে এশিয়া কাপ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল।

টসে হেরে ব্যাট করতে নামা ভারতীয়দের ইনিংসে রাশ টেনে ধরার কাজটি করেন রোমানা। ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান খরচায় সাজঘরে পাঠান উইকেটরক্ষক তানিয়া ভাটিয়া এবং শিখা পান্ডেকে। রোমানার সঙ্গে অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১২ রানে থামে ভারতীয়দের ইনিংস।

পরে ব্যাট করতে নেমে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান ডানহাতি স্পিনিং অলরাউন্ডার রোমানা। ইনিংসের দ্বাদশ ওভারে ৩য় উইকেটের পতনে ব্যাটিংয়ে নামেন তিনি। তখন অপরপ্রান্তে স্ট্রোকের ফুলঝুড়ি ছোটাচ্ছিলেন নিগার সুলতানা জোত্যি। তাই শুরুতে রয়ে সয়ে জোত্যিকে সঙ্গ দিয়ে যান রোমানা।

দলীয় ৮৫ রানের মাথায় জোত্যি সাজঘরে ফিরে গেলে বাংলাদেশ ইনিংসের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেন রোমানা। দায়িত্বশীল ব্যাটিং এক রান,দুই রান করে নিয়ে ধীরে ধীরে এগুতে থাকের জয়ের পথে। শেষ ওভারে প্রয়োজনীয় ৯ রানের মধ্যে ৬ রানই করেন রোমানা।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছিলেন রোমানা আহমেদ। সেদিন বল হাতে ২১ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৪২ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই অলরাউন্ডার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর