খালেদার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

খালেদার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ।

খালেদার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

রোববার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে জেলা এিনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত উদ্দিন স্কায়ে আসতে চাইলে খামারখাল সেতুর সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, রেজাউল হক, আনিসুল হক, আনছার উদ্দিন, আবুল কালাম, জেলা যুব দলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নূর হোসেন, সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপি নেতা গৌরারং ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়া, মো. আলী, রাকিবুল ইসলাম দিলু, আশিকুর রহমান, মোস্তাফা আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  এামনুর রমীদ কয়েছ, যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

এছাড়া উপস্তিত ছিলেন, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে জেলে রেখে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। বেগম খালেদা জিয়া বর্তমানে কারাগারে অসুস্থ্য। খালেদা জিয়া মুক্ত হলে আওয়ামী লীগ ভোটের মাঠে পরাজিত হবে তাই তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটকে রাখছে।

অবিলম্ভে বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/বোরহান/তৌহিদ)

সম্পর্কিত খবর