নোংরা পরিবেশে খাবার তৈরি, সোয়া ৭ লাখ টাকা জ‌রিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরি, সোয়া ৭ লাখ টাকা জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, প্রতিশ্রুত পণ্য না দেয়া ও সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানোর অপরাধে রাজধানীর হোটেল আল রাজ্জাককে ৪ লাখ টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে। পরে আরও তিন মিষ্টির দোাকানকে একই অপরাধে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কাল পুরান ঢাকার বংশাল এলাকায় অ‌ভিযান চালিয়ে এ জ‌রিমানা ক‌রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান তদার‌কি ক‌রেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং প‌রিচালনা ক‌রেন সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, হোটেল আল রাজ্জাক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি কর‌ছে। প্রতিষ্ঠান‌টি প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ কর‌ছে না। ক্রেতার স‌ঙ্গে প্রতারণা কর‌া ও সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানোর অপরাধে হোটেল আল রাজ্জাককে ৪ লাখ টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে।

একই দিন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে আ‌রও তিন মিষ্টির দোকানকে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর