শাহজালালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

সংগৃহীত ছবি

শাহজালালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে বিশেষভাবে তৈরি ২১টি স্বর্ণপাত জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এসময় একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা রোববার দিবাগত গভীর রাতে শাহজালাল বিমান বন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণগুলো আটক করে।

স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি করে আনা হয়েছিল।

যাত্রীর নাম জিন্নাত মাহমুদ শামীম (৪১), পিতা: মৃত আব্দুল খালেক বেপারি মাতা: মৃত আমেনা বেগম, বাড়ি: লৌহজং, মুন্সিগঞ্জ পাসপোর্ট নাম্বার: BN 0730920। তিনি কুয়ালালামপুর থেকে রাত ১২:৪৫ টায় ফ্লাইট OD 162 যোগে ঢাকায় আসেন।  

কোন প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়ে দ্রুত গ্রিন চ্যানেল ত্যাগ করার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়।