এভাবে বসলে হতে পারে যে মারাত্মক সমস্যা

এভাবে বসলে হতে পারে যে মারাত্মক সমস্যা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মানুষ আরামে বসতে গিয়ে কত রকম ভঙ্গিমাই না করে থাকেন। কেউবা দুই পা চেয়ারে তুলে বসেন। আবার কেউ পায়ের উপর পা তুলে বসেন। পায়ের ওপর পা তুলে আড়াআড়ি বা ক্রস করে বসার অভ্যাস আমাদের অনেকেরই আছে।

অফিস কিংবা বাড়িতে সুযোগ পেলেই পায়ের ওপর পা তুলে ঘণ্টার পর ঘণ্টা বসতে ভালবাসি আমরা।

কিন্তু গবেষণায় দেখা গেছে, এভাবে বসা যতটা আরামদায়ক ততটাই বিপজ্জনক। কারণ, এভাবে দীর্ঘক্ষণ বসলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে।

হৃদরোগ বিশেষজ্ঞ রাজা নাগ বলেন, এই অভ্যাসের ফলে রক্তচাপ বৃদ্ধি পায়।

সেই সঙ্গে হতে পারে হার্ট ও স্নায়ুর মারাত্মক অসুখ। অস্থির সমস্যাও দেখা দিতে পারে। দেখা দিতে পারে আরও অনেক সমস্যা।

পায়ের উপর পা তুলে বসলে কী কী সমস্যা হয়-
১। গবেষণায় দেখা গিয়েছে, যদি দীর্ঘ ক্ষণ ধরে পায়ের উপর পা তুলে বসেন তাহলে শরীরের রক্তচাপ বৃদ্ধি পায়। যা স্নায়ুচাপ বৃদ্ধি করে। এমনকি যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা নেই তাদের রক্তচাপ বৃদ্ধি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়।

২। পায়ের উপর পা তুলে দীর্ঘ ক্ষণ বসলে শরীরের ভারসাম্যে সমস্যা তৈরি হয়। দীর্ঘ সময় ধরে এই ভঙ্গিতে বসলে উরুর ভেতরের দিকের পেশি ক্রমশ ছোট হয়ে আসে। বাইরের দিকের পেশি লম্বা হতে থাকে। ফলে পায়ের সংযোগস্থলে (জয়েন্টে) অতিরিক্ত চাপ পড়ে।

৩। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ পায়ের উপর পা তুলে বসলে স্বাভাবিক রক্তচলাচল বাধাপ্রাপ্ত হয়। যাদের রক্ত জমাট বাঁধা সমস্যা আছে তাদের ক্ষেত্রে ধমনিতে রক্ত জমাট বেঁধে বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের আশঙ্কা।

৪। পায়ের উপর পা তুলে দীর্ঘক্ষণ বসলে পায়ের স্নায়ুকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। হয় বাতসহ বিভিন্ন রোগ।

৫। প্রতিদিন তিন ঘণ্টার বেশি সময় পায়ের উপর পা তুলে বসলে কোমর, ঘাড়, নিতম্বের হাড়ে ব্যথা শুরু হয় যা থেকে ধীরে ধীরে কুঁজো হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। এ ছাড়া পেলভিক বোন অর্থাৎ কোমরের কাছে যন্ত্রণার অন্যতম কারণ হতে পারে এভাবে পায়ের উপর পা তুলে বসা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর