তলিয়ে গেছে খাগড়াছড়ি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

তলিয়ে গেছে খাগড়াছড়ি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জহুরুল আলম • খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে জেলা সদর ও দীঘিনালা উপজেলার বিস্তৃীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। চেঙ্গীনদীর দুই কূল উপচে খাগড়াছড়ি শহর, শহরতলী ও আশপাশের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে।  

জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, শান্তিনগর, বাঙ্গালকাঠি, গোলাবাড়ি, কমলছড়ি, খবংপুড়িয়া, সিঙ্গিনালাসহ দীঘিনালা উপজেলার ১০ গ্রামের সহস্রাধিক পরিবার এখন পানিবন্দি। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কয়েকটি আশ্রয় কেন্দ্রে উঠেছেন ওই পরিবারগুলো।

এদিকে, মাইনী নদীতে বিপদ সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে উপজেলার ছোট মেরুং এলাকা পানিতে প্লাবিত হয়েছে।  
একমাত্র বাজারটিও ডুবে গেছে।

জেলার সাথে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।  

এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে খাগড়াছড়িতেও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে সতর্কতা জারি করা হয়েছে।  

জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত জেলার কোথাও বড় ধরনেরর পাহাড় ধসের খবর পাওয়া যায়নি। দীঘিনালা, মাইনী ও রামগড়ের ফেনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

জহুরুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর