কুয়েটে মাটির নিচ থেকে ৮১ রাউন্ড গুলি উদ্ধার

কুয়েটে মাটির নিচ থেকে ৮১ রাউন্ড গুলি উদ্ধার

সামছুজ্জামান শাহীন • খুলনা

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের মাটির নিচ থেকে ৮১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।  

আজ (১২ জুন) নবনির্মিত আইটি ট্রেনিং সেন্টারের রাস্তা নির্মাণ কাজের সময় মাটি খননকালে এই গুলি উদ্ধার হয়। এ নিয়ে দু’দিনে ডুমুরিয়া থানা ও খানজাহান আলী থানা পুলিশ মোট ৮৯০ রাউন্ড গুলি ও ১টি গ্রেনেড উদ্ধার করেছে।  

খানজাহান আলী থানার উপ-পরিদর্শক মো. আনিছুর রহমান জানান, মঙ্গলবার রাস্তা নির্মাণ কাজে স্কেবেটার মেশিন দিয়ে মাটি খুঁড়লে সেখানে ৮১ রাউন্ড গুলি পাওয়া যায়।

 

এর আগে সোমবার (১১ জুন) একই স্থানে মাটি খননকালে ৬ রাউন্ড গুলি ও ১টি গ্রেনেড উদ্ধার হয়। এছাড়া ডুমুরিয়ার থুকড়া গ্রামের দিনমজুর সোহেল রানা ওই স্থানে মাটির নিচে পাওয়া ৮০৩ রাউন্ড গুলি ভাঙ্গাড়ি দোকানে বিক্রি করতে গিয়ে আটক হয়।

স্থানীয় বাসিন্দা আ. গফুর বলেন, ১৯৭১ সালে ওই স্থানে খান সেনাদের ক্যাম্প ও ইটের স্তুপ ছিলো। সেই সময়ে তাদের ফেলে যাওয়া গুলি হয়তো মাটি খননকালে বেরিয়ে আসছে।

 

শাহীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর