দিনাজপুরে মাস ব্যাপী বিষমুক্ত আম প্রদর্শনী ও বিপণন

দিনাজপুরে মাস ব্যাপী বিষমুক্ত আম প্রদর্শনী ও বিপণন

দিনাজপুর প্রতিনিধি

আমজনতার আম মেলা এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্ত্বরে মাস ব্যাপী  শুরু হলো বিষমুক্ত আম প্রদর্শনী ও বিপণন কেন্দ্র।
মাহমুদপুর ফলচাষী সমবায় সমিতি নবাগঞ্জের আয়োজনে ও দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্টপোষকতায় দিনাজপুরে প্রথম বারের মত মাস ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই আম প্রদর্শনী। আজ বিকালে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর ও পুলিশ সুপার হামিদুল আলম।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জানান, সরাসরি আম কৃষকরাই এই বিপণন কেন্দ্র পরিচালনা করছে।

তাই এখানে বিষ ও ক্যামিকেল মুক্ত আম কিনতে সাধারণ মানুষ বেশ সারা পাওয়া যাচ্ছে। এই প্রদর্শনী ও বিপণন কেন্দ্রটি ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত পুরো একমাস চলবে।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর