‘করি ভাল কিছু’ সংগঠনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

‘করি ভাল কিছু’ সংগঠনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

ফখরুল হাসান পলাশ • দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে প্রতিবারের বারের ন্যায় এবারেও “করি ভাল কিছু-২০১৮” নামের একটি সংগঠন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে।

আজ (১৩ জুন) দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর গ্রামে ও শহরের চাউলিয়াট্টি এলাকার অর্ধশতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে তারা ঈদ বস্ত্র বিতরণ করেছে। এসব বস্ত্রের মধ্যে ছিল- নতুন শাড়ি, লুঙ্গি, থ্রি পিস ইত্যাদি।  

দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন গঠন করা হয়েছে।

সংগঠনটি এ নিয়ে তৃতীয় বারের মত গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করলো। গত দু’বছরও তারা গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছিল। এই সংগঠনের প্রতিটি সদস্য একেবারে নিজস্ব উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেন।  

সংগঠনের সদস্য তাহমিদ রাফি, রাহুল, জয়, রিজু, পৃত্বীসহ অন্যান্য কয়েকজন সদস্য জানান, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সাধ্যানুযায়ী এভাবে গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন।

তারা সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুযায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

পলাশ/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর