শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে উপচেপড়া ভিড়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে উপচেপড়া ভিড়

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট হয়ে ঈদে ঘরমুখো মানুষের  যাত্রীদের ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ হয়েছে উভয় পার। বাড়তি ভাড়া গুনে ও অতিরিক্ত বোঝাই হয়ে লঞ্চ, স্পিডবোটে শিমুলিয়া থেকে ঝাঁকে ঝাঁকে এসে নামছে কাঁঠালবাড়ি ঘাটে।

জানা যায়, অপর প্রান্ত থেকে যাত্রী শুন্য আসার অজুহাতে ঢাকা থেকেই প্রতিটি যানবাহনে দেড়গুণ ও দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।

শিমুলিয়া থেকে স্পীডবোটে আদায় হচ্ছে ১৩০ টাকার ভাড়ার জায়গায় নেওয়া হচ্ছে ২শ’ থেকে আড়াইশ টাকা। লঞ্চে নেওয়া হচ্ছে ৩০ টাকার ভাড়া ৩৫ থেকে ৪০ টাকা। লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পদ্মা নদী পার হতে দেখা গেছে।

এদিকে যাত্রীরা নদী পার হয়ে এসে পরছেন বাড়তি ভাড়ার দৌরাত্মে।

কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে যাওয়া সকল যানবাহনই বাড়তি ভাড়া আদায় করছে । বাসগুলোতেও ছাদ বোঝাই করে যাত্রী নেওয়া হচ্ছে।

এদিকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘাটে নিয়োজিত থাকায় বাড়তি যাত্রী চাপ সত্বেও শৃঙ্খলা রয়েছে।

পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, যাত্রী সেবা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নদীতে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর