‘আওয়ামী লীগ নির্বাচনে সেনা মোতায়েনের বিরুদ্ধে নয়’

ফাইল ছবি

‘আওয়ামী লীগ নির্বাচনে সেনা মোতায়েনের বিরুদ্ধে নয়’

নজির আহম্মদ রতন • ফেনী প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিরুদ্ধে নয় আওয়ামী লীগ- এমনটাই মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার ভাষ্য, ‘আমরা সংবিধান মেনে এ বিষয়ে ব্যবস্থা নেব। ’

আজ (১৫ জুন) সকালেফেনীর ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন পুর্নগঠনের জন্য বিএপির প্রস্তাবকে ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করেন মন্ত্রী।

 

ওবায়দুল কাদের আরও বলেন, এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কোনো সড়কেই ভোগান্তি নেই। ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে বাড়ি ফিরছে।

তবে ঈদ যাত্রায় যাত্রী পরিবহনগুলো বাস্তবতার নিরিখে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে স্বীকার করেন ওবায়দুল।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়মী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শুসেন শিল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এবং ওভারপাস নির্মাণ কাজে নিয়োজিত সোনাবাহিনীর কর্মকর্তারা।


নজির/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর