আর্জেন্টিনার ম্যাচে ৯৭ লাল কার্ড দেখানো রেফারি!

রেফারি জিমন মারসিনিয়াক

আর্জেন্টিনার ম্যাচে ৯৭ লাল কার্ড দেখানো রেফারি!

ক্রীড়া ডেস্ক

রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ২০১৮ বিশ্বকাপের। এর ঠিক এক দিন পর (১৬ জুন) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। শুরুতেই প্রতিপক্ষ হিসেবে নবাগত আইসল্যান্ডকে পাচ্ছে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের জিমন মারসিনিয়াক।

বিশ্বকাপে প্রথমবারের মতো গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। অবশ্য রেফারিংয়ে তার অভিষেক হয় ২০১১ সালে। ৩৭ বছর বয়সী এই রেফারি চ্যাম্পিয়নস লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

news24bd.tv

তবে রেফারিংই কিন্তু মারসিনিয়াকের পেশা নয়। তিনি মূলত একজন ব্যবসায়ী। তাছাড়া সামরিকদের বিভিন্ন প্রয়োজনে শিল্পীর ভূমিকাতেও দেখা যায় তাকে। শিল্পী মানুষ হলেও ম্যাচ পরিচালনায় বেশ কঠোর মারসিনিয়াক। এ পর্যন্ত ৩৫০টি ম্যাচে ১৩৪৬টি হলুদ কার্ড, ৯৭টি লাল কার্ড এবং ১৪২টি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন তিনি।

সূত্র: এক্সপ্রেস নিউজ সার্ভিস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর