আত্মঘাতী গোলে ইরানের ‘মধুর’ জয়

আত্মঘাতী গোলে ইরানের ‘মধুর’ জয়

ক্রীড়া ডেস্ক

মরক্কো ০ - ১ ইরান

আগের ম্যাচের ন্যায় এ ম্যাচেও বোধহয় ‘নাটকীয় সমাপ্তি’ লিখে রেখেছিলেন ফুটবল বিধাতা। তাইতো এবার শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে কপাল পুড়লো মরক্কোর।  

পুড়লো নয়, বরং পোড়াল লেখাটাই সমুচিত। মরক্কানদের যে কাঁদতে হলো নিজেদের ভুলেই!

ইরানের এহসান হাজি শাফির নেয়া ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে মাথা ছুঁয়ে নিজেদের জালেই বল জড়ান বদলি হিসেবে নামা মরক্কান ফরোয়ার্ড আজিজ বোউহাদ্দুজ।

মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় স্টেডিয়ামে উপস্থিত মরক্কান সমর্থকরা। আনন্দে ভাসতে শুরু করে এশিয়ান পরাশক্তি ইরান।

সেন্ট পিটার্সবার্গে গ্রুপ বি-এর শুক্রবারের ম্যাচটা ছিল আরবি-ফার্সি সংস্কৃতির মর্যাদার লড়াই। ম্যাচে সেই উত্তাপও পরিলক্ষিত হয়েছে বার বার।

দু’দল মিলে ফাউল করেছে ৩৮ বার! লাল কার্ডের ব্যবহার না করলেও তুর্কি রেফারি চুনেইত চাকুষকে হলুড কার্ড দেখিয়ে সাবধান করতে হয়েছে ৪ বার। একবার তো ময়দানি যুদ্ধ বাকযুদ্ধ আর হাতাহাতিতে রূপ নিয়েছিল। ছুটে এসে পরিস্থিতি শান্ত করতে হয়েছে রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের।

উত্তেজনায় ঠাসা ম্যাচটা নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু অন্তিম সেকেন্ডে বোউহাদ্দুজের এক ভুলেই আকাশ ভেঙে পড়ে মরক্কানদের ওপর।

 
অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর