ঈদের দিনে কারগারে খালেদা জিয়ার খাবার মেন্যু

ঈদের দিনে কারগারে খালেদা জিয়ার খাবার মেন্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ঈদের দিন অন্যান্য কয়েদিদের মতো খাবার পরিবেশন করা হবে। তবে, মেন্যু সাধারণ কয়েদিদের মতো হলেও তার জন্য আলাদাভাবে রান্না হবে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির।

তিনি জানান, ঈদের দিন ঘুম থেকে উঠেই খালেদা জিয়া পাবেন পায়েস, সেমাই ও মুড়ি যার সবই কারারক্ষীদের তৈরি। দুপুরের মেন্যুতে রয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী ভাত অথবা পোলাও।

সঙ্গে থাকবে ডিম, রুই মাছ, মাংস আর আলুর দম। রাতের আয়োজনে থাকছে পোলাও, গরু অথবা খাসির মাংস, ডিম, মিষ্টান্ন, পান-সুপারি এবং কোমল পানীয়।

খালেদা জিয়ার জন্য বিশেষ খাবারে রান্নার মসলা ও পরিমাণ উল্লেখ করা থাকছে কারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। এছাড়াও এসব মেন্যুর বাইরে খালেদা জিয়া অন্য কোনো খাবার খেতে চাইলে কারা কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন।

তবে, সেই আইটেম তাকে দিতে বাধ্য নয় কারা কর্তৃপক্ষ।

এদিকে, কারাগারের খাবার ছাড়াও পরিবারের সদস্যদের পাঠানো খাবার খেতে পারবেন খালেদা।

জাহাঙ্গীর কবির বলেন, ঈদের দিন অনুমতি সাপেক্ষে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারবেন। এছাড়াও এদিন আমরা পরিবারের খাবার একসেপ্ট করি।

তবে পরিবারের আনা খাবারগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে কারা কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর