ঈদে রোহিঙ্গা ক্যাম্পে উৎসবের আমেজ

ঈদে রোহিঙ্গা ক্যাম্পে উৎসবের আমেজ

কক্সবাজার প্রতিনিধি

প্রথমবারের মতো ঈদুল ফিতর উদযাপর করেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। সকালে ক্যাম্পের অভ্যান্তরে বিভিন্ন মসজিদে পৃথকভাবে অনুষ্টিত হয় ঈদ জামাত। এতে টেকনাফ এবং উখিয়া সহ ছয়টি ক্যাম্পের রোহিঙ্গারা অংশ নেন। এরপর রোহিঙ্গা ক্যাম্পে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

বিভিন্ন বয়সী রোহিঙ্গারা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে ঈদের কুশল বিনিময় করেন।

অনেক রোহিঙ্গা জানান, মিয়ানমার তাদের নিজ জন্মভূমি হলে স্বাধীনভাবে তারা কখনও সে দেশে ঈদ উদযাপন করার সুযোগ পায়নি। তারপরও নিজ মাতৃভূমির প্রতি তাদের মায়া আছে এমন মন্তব্য করেন।

রোহিঙ্গারা জানান, মিয়ানমারে ফিরতে চান তারা।

সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বিক্ষোভ কর্মসূচী পালন করেন রোহিঙ্গারা। তারা সম্মান এবং মর্যদার সঙ্গে মিয়ানমার ফিরে যেতে চান বলে জানান।

সম্পর্কিত খবর