দুই চিতার ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

দুই চিতার ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ • নিজস্ব প্রতিবেদক

স্থায়ী ঠিকানা পেল নারায়ণগঞ্জের ফতুল্লায় পাচারকারীদের কাছ থেকে উদ্ধারকৃত দুই চিতা বাঘ। আজ (১৬ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চিতা দুটিকে অবমুক্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ জুন) র‌্যাব-১১ সদস্যরা ফতুল্লার ভূঁইঘর রঘুনাথপুর থেকে চিতা বাঘ দুইটিকে উদ্ধার করে।  

বন্যপ্রাণী বিভাগের অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম কুমার মল্লিক বলেন, র‌্যাব-১১ এর সদস্যরা রঘুনাথপুর শওকত ইমরান 
মিঠুর বাড়িতে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি দুই-আড়াই বছর বয়সী দুটি চিতা বাঘ উদ্ধার করে।

এ সময় মিঠু ও আরিফুল নামে দুই পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়।  

news24bd.tv

পরে পাচারকারীদের আদালতের মাধ্যমে কারাগারে এবং বাঘ দুইটিকে বন বিভাগে হস্তান্তর করা হয়।  

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া জানান, শুক্রবার (১৫ জুন) রাতে বাঘ দুটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে 
হস্তান্তর করে বন বিভাগ। উদ্ধার হওয়া চিতা বাঘ দুটির বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থাকার সম্ভাবনা থাকায় পার্কের অন্যান্য বাঘগুলো থেকে নির্দিষ্ট কোরেন্টাইনে (পৃথক স্থানে) রাখা হয়েছে।

 

news24bd.tv

২১ দিন বিভিন্ন পরিচর্যা এবং এই সময়ে কোনো রোগে আক্রান্ত হয়েছে কি না- তা নির্ণয়ের পর মূল বেষ্টনিতে রাখা হবে।  
বর্তমানে এ দুটি ছাড়া সাফারি পার্কে আর কোনো চিতা বাঘ নেই।

জিন্নাহ্/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর