‘নায়িকা মানেই পরিচালকের কোলে বসতে হবে’

ফাইল ছবি

‘নায়িকা মানেই পরিচালকের কোলে বসতে হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

বরাবরই ঠোঁটকাটা বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজে যা মনে করেন, মুখের ওপর বলে দেন। কে কী মনে করলো এটা ভেবে চুপ থেকে পেছনে সমালোচনা করেন না। আর এ কারণে প্রায়ই আলোচনায় থাকেন এ অভিনেত্রী।

এবার ‘সিমরান’ ছবির মুক্তির আগে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে ঝড় তুলেছেন কঙ্গনা রনৌত। আর এ ঝড়ে কাঁপছেন বেশ কিছু পরিচালকও। নায়িকাদের প্রতি পরিচালকদের দৃষ্টিভঙ্গি নিয়ে কড়া সমালোচনা করলেন কঙ্গনা।  

সম্প্রতি তাঁর নতুন ছবি ‘সিমরান’-এর প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হন এই বলিউড তারকা।

এসময় বলিউডের ‘কুইন’ বলেন, ‘বলিউডে মান্ধাতার আমল থেকে চলে আসছে নায়িকা মানেই ছবি সম্পর্কে কোনো মতামত দিতে পারবে না। অথচ নায়কেরা কোনো পরামর্শ দিলে তা খোলা মনে গ্রহণ করা হয়। তাদের মধ্যে নাকি শিল্পীসত্ত্বা আছে। আর নায়িকা মানেই বোকা। কোনো বুদ্ধি নেই। পরিচালকেরা নায়িকাদের সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখতে পায় না। ’

কঙ্গনা আরও বলেন, ‘নায়িকা শুধু পরিচালকের হ্যাঁ-তে হ্যাঁ মেলাবে। তারা চটুল কিছু বললে নায়িকাদের খিলখিলিয়ে হাসতে হবে। গানের সঙ্গে একটু কোমর নাচাবে। নায়িকা মানেই পরিচালকের কোলে বসতে হবে। এসব প্রথা তো বলিউডে চলে আসছে। তবে শুধু বলিউডে কেন, ভারতের ঘরে ঘরে এই প্রথা চলে আসছে। শ্বশুরবাড়িতে মেয়েদের বলার কোনো অধিকার নেই। শ্বশুর, শাশুড়ি, বরের সামনে মেয়েদের বোকাসোকা হয়ে থাকতে হবে। তবে পুরুষদের এই দৃষ্টিভঙ্গী মেয়েদেরই বদলাতে হবে। আমরা মেয়েরা পুরুষদের সামনে বোকা হয়ে থাকতেই ভালোবাসি। বোকা হওয়ার নাটক করি মাত্র। ’

‘সিমরান’ ছবির কাজের সময় তাঁকেও কি এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, ‘একদমই না। ছবিতে আমি আমার চরিত্র সম্পর্কে কিছু মতামত দিলে হংসল স্যার তা ভালোভাবে গ্রহণ করেছেন। আমরা আলোচনা করে কাজ করেছি। ’

কঙ্গনার এমন বিস্ফোরক মন্তব্যের ব্যাপারে ‘সিমরান’ ছবির পরিচালক হংসল মেহতা বলেন, ‘কঙ্গনা ঠিকই বলেছেন। নায়কেরা ছবি-সংক্রান্ত কিছু পরামর্শ দিলে কোনো সমস্যা নেই। বরং তাঁর শিল্পীমনের প্রশংসা করা হয়। আর নায়িকারা কিছু বললে তিনি নাকি অযথা নাক গলাচ্ছেন। কঙ্গনা ভীষণই শিল্পমনস্ক মানুষ।  

‘শহিদ’ ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া এই পরিচালক বলেন, ‘নতুন ছবিতে দর্শক কঙ্গনাকে আবার নতুনভাবে আবিষ্কার করবেন। তিনি নিজের একশ ভাগ দিয়েছেন। আমার ভাবনার বাইরে গিয়ে কঙ্গনা কাজ করেছেন। আমার মনে হয় “সিমরান” হবে তাঁর অন্যতম সেরা কাজ। ’ হংসল মেহতা পরিচালিত ‘সিমরান’ মুক্তি পেয়েছে আজ ১৫ সেপ্টেম্বর।

সম্পর্কিত খবর