বাস-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদরসহ নিহত ৩

দুর্ঘটনা কবলিত আটোরিকশা।

বাস-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদরসহ নিহত ৩

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। হতাহতরা অটোরিকশার যাত্রী ও চালক।

নিহতরা হলেন- সোনাইমুড়ীর কাঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান (৪১), বেলার (৩৯) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক রাকিব (২৫)।

আহতদের মধ্যে আবদুল নামে (২৯) একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কাঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান ও বেলাল ঘরের খুঁটি কেনার জন্য সিএনজি চালিত অটোরিকশায় অপর দুই যাত্রীসহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিলেন। পথে নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কের রামপুরায় ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহণের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মিজান, বেলাল ও অটোরিকশা চালক রাকিব নিহত হন। দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/সোহাগ/তৌহিদ)

সম্পর্কিত খবর