সীমান্ত থেকে কামান সরান: উত্তর কোরিয়াকে কিম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট (বামে) ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা।

সীমান্ত থেকে কামান সরান: উত্তর কোরিয়াকে কিম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সীমান্ত থেকে দূরপাল্লার কামান সরিয়ে নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া নেতা কিম জং উন।

ইউনহাপ বার্তা সংস্থা এ খবর প্রচার করেছে।

খবরে বলা হয়, সব ধরণের বিদ্বেষী তৎপরতা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি অনুযায়ী উত্তর কোরিয়াকে সীমান্ত থেকে কামান সরিয়ে নিতে হবে। কমপক্ষে ৪০ কিলোমিটার দূরে সরিয়ে নিতে হবে ওই কামান।

গত বৃহস্পতিবার দুই কোরিয়ার সামরিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকেও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়া দূর পাল্লার কামানগুলোকে যৌথ সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।  

গত কয়েক মাস ধরেই দুই কোরিয়া পারস্পরিক বিদ্বেষ ও উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৭ এপ্রিল দুই দেশের মধ্যে সীমান্ত এলাকা পানমুনজুমে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সেখানে দুই দেশের নেতারা কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্র মুক্ত করার বিষয়ে সমঝোতা চুক্তিতে সই করেছেন।  

এরপর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর