ব্রাজিল-সুইজারল্যান্ডের সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

প্রতীকী ছবি

ব্রাজিল-সুইজারল্যান্ডের সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

নোয়াখালি প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিল-সুইজারল্যান্ডের মধ্যে খেলা চলাকালে নোয়াখালীর সেনবগে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দোকানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার রাতে কেশারপাড় গ্রামের ক্লাবঘর নামক স্থানে বেলালের দোকানে ব্রাজিল-সুইজারল্যান্ডের খেলা চলাকালে কোন দল আগে গোল করবে এনিয়ে দুই পক্ষের সমর্থকদের প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে সুইজারল্যান্ডের সমর্থক রুবেল ও তার সহযোগীরা দোকানদার বেলাল হোসেন (২৭), তার ভাতিজা মোরশেদ আলম (৩০) ও ভাই মাসুদ আলমকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

পরে ব্রাজিল সমর্থকরা সংগঠিত হয়ে রুবেলকে আটক করে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। আহতদের প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে মোরশেদ আলম ও রুবেলের অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালী জেনারেল হাপাতালে স্থানান্তর করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/সোহাগ/তৌহিদ)