কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঘাটপাড়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ায় দুর্ভোগে পড়েছেন তারা।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে আকাশ প্রচণ্ড মেঘলা হওয়ার পরে বাতাস শুরু হয়। মুহূর্তেই পদ্মা উত্তাল হয়ে উঠে। ফলে দুর্ঘটনা এড়াতে সাড়ে আটটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল করছে বলে সূত্র জানিয়েছে।

ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বাতাস শুরু হলে সকাল সাড়ে আটটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলেই লঞ্চ চলাচল শুরু হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর