তিনটি মুখ্য বিষয় জানালেন মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনটি মুখ্য বিষয় জানালেন মওদুদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির কেউ মাঠে নামুক তা সরকার চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, তাদের (আওয়ামী লীগ) পলিসি হলো বিএনপিকে রাস্তায় নামতে না দেওয়া, মাঠে নামতে না দেওয়া। কিন্তু এর জবাব ইনশাআল্লাহ আমরা দেব। অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মওদুদ আহমদ।

তিনি বলেন, আমাদের কাছে এখন তিনটি বিষয় মুখ্য। প্রথমত, নেত্রীকে মুক্ত করা। প্রয়োজনে যে আন্দোলন কর্মসূচি এতদিনে আমরা দিয়েছি তা পরিবর্তন করতে হবে।

এমন কর্মসূচি দিতে হবে, যে কর্মসূচি কার্যকর হবে। যার মাধ্যমে তাকে মুক্ত করে আনা যাবে।

‘দ্বিতীয়টি হলো, জাতীয় ঐক্য সৃষ্টি করব। যাতে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয় সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। তারপর যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারি, মৌলিক অধিকার ফিরিয়ে আনতে পারি, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে পারি, সুশাসন ফিরিয়ে আনতে পারি; গত চার/পাঁচ বছর যেগুলোর অনুপস্থিতি আমরা লক্ষ্য করছি, স্বৈরাচার সরকারের যে আচরণ সেটি আমরা পরিলক্ষিত করছি- এসবের হাত থেকে আমরা দেশবাসীকে মুক্ত করতে পারব। ’

‘তৃতীয়ত, লক্ষ্য হলো নির্দলীয় ও নিরপেক্ষ এমন একটি নির্বাচনের ব্যবস্থা করা, যে নির্বাচনে যে সরকার থাকবে সেই সরাকরের কোনো দলীয় স্বার্থ থাকবে না- এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দেশের নাগরিক বিনা ভয়ে নিজের ইচ্ছা মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং তাদের কেউ বাধা দেবে না। তাদের ভোটের ব্যালট পেপার কেউ কেড়ে নেবে না। তারা নিজেরা নিজের মতো যাকে খুশি ভোট দেবেন। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। ’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘এ জন্য আমরা সকলে আন্দোলনের কথা বলি, নোয়াখালীবাসীর পক্ষ থেকে আজকে প্রত্যয় ঘোষণা যে, আমরাও সারাদেশে এমন একটা আন্দোলন সৃষ্টি করব; শুধু শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পৃথিবীর কোথাও স্বৈরাচার সরকারের পতন ঘটানো সম্ভবপর হয়নি, সুতরাং এ দেশেও সেটা সম্ভব হবে না। এ উপলব্ধি থেকে উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে এবং সেই কর্মসূচি সফল হবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর