ব্রাজিল ভক্তদের দেখতে বাংলাদেশে আসছেন জিকো

ব্রাজিল ভক্তদের দেখতে বাংলাদেশে আসছেন জিকো

নিজস্ব প্রতিবেদক

ব্রাজিল কিংবদন্তি ও ‘সাদা পেলে’ খ্যাত জিকো আসছেন বাংলাদেশে। এটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে বুঝি আসছেন জিকো। আসলে তা নয়।  

না, বাফুফে আনছে না তাকে।

ঢাকাস্থ ব্রাজিলিয়ান দূতাবাস জিকোকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের ফুটবল অনুরাগীদের একটা বড় অংশ ব্রাজিল ফুটবলের অন্ধ ভক্ত। সে খবর চাউর হয়ে গেছে ব্রাজিলেও। ব্রাজিলের বিশ্বখ্যাত টিভি চ্যানেল ‘ও গ্লোবো টিভি’ তাদের ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেখে বিস্মিত, মুগ্ধ।

বাংলাদেশের মানুষের ব্রাজিল ফুটবল দলের প্রতি অনুরাগ ও ভালবাসার মাত্রা পর্যবেক্ষণ করতে ‘ও গ্লোবো টিভি’র একটি প্রতিনিধি দল পাঁচদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন।

তারা নারায়নগঞ্জ এবং মানিকগঞ্জ যাবেন। এসব বিষয় নিয়েই বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা আজ (২০ জুন) বিকেলে স্থানীয় মিডিয়ার মুখোমুখি হন। সেখানেই জিকোর বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের পরপরই বাংলাদেশে আসবেন ফুটবলের জীবন কিংবদন্তি।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর