‘অস্ট্রেলিয়ার ক্রিকেটে এমন বাজে দিন কখনোই আসেনি’

‘অস্ট্রেলিয়ার ক্রিকেটে এমন বাজে দিন কখনোই আসেনি’

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রানের এভারেস্ট গড়ে কাল আরেকবার বুঝিয়ে দিয়েছে এই ফরম্যাটে কেন তারাই সেরা।  

এমন ‘জঘন্য’ হারের পর সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বলেন অস্ট্রেরিযার কোচ জাস্টিন ল্যাঙ্গার, ‘এটা বড় একটা আঘাত। সোজাসুজি বললে ইংল্যান্ড তার সেরা অবস্থানে রয়েছে।

তারা যে বিশ্বের এক নম্বর দল, সেটা কোনো আকস্মিক সাফল্য নয়। ’

অস্ট্রেলিয়ার ক্রিকেটে কি এর চেয়ে লজ্জার দিন এসেছে? ল্যাঙ্গারের সরল স্বীকারোক্তি, ‘আমি আজকের মতো (ম্যাচের দিন) বাজে দিন দেখিনি। যখন অস্ট্রেলিয়া ৪০০ করে (৪৩৪/৪) দক্ষিণ আফ্রিকার কাছে হারে, আমি জোহানেসবার্গে ছিলাম। তবে এবারেরটি ছিল নির্মম।

আশা করছি, আমাদের তরুণরা এটা থেকে শিখবে। ’

বল টেম্পারিং কাণ্ডে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টিম পেইন। তিনিও বলছেন, এমন কঠিন দিন কখনও পার করতে হয়নি, ‘এটা কঠিন ছিল। গত ম্যাচে ২৫তম ওভারে মাথায় আঘাত লেগে অনেক ব্যথা পেয়েছিলাম। সত্যি করে বলতে, সেই ব্যথাটার চেয়েও আজ বেশি ব্যথা অনুভব করছি। ড্রেসিংরুমে গিয়ে আমি বলছিলাম, ছোটবেলা থেকে ক্রিকেট খেলি, কিন্তু আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এটাই। ’

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর