স্পেনের প্রথম জয়ের নায়ক কস্তা

জয়সূচক গোলের পর ডিয়েগো কস্তার উদযাপন [ছবি: রয়টার্স]

স্পেনের প্রথম জয়ের নায়ক কস্তা

ক্রীড়া ডেস্ক

স্পেন ১ - ০ ইরান 

ডিয়াগো কস্তার একমাত্র গোলে ইরানকে হারাল স্পেন। বিপদমুক্ত করতে গিয়ে কস্তার পা লেগে জালের ঠিকানা খুঁজে পায় বল। স্পেনের ভাগ্যের এই সহায়তাটুকুই শেষে ম্যাচের ফল নির্ধারক হয়।

রাশিয়া বিশ্বকাপে এটাই স্প্যানিশদের প্রথম জয়।

আগের ম্যাচে পর্তুগালের সঙ্গে ছয় গোলের (৩-৩) থ্রিলারের জন্ম দিয়েছিল ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, মরক্কোকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ইরান পেল প্রথম হারের স্বাদ। যার ফলে দক্ষিণ কোরিয়ার পর এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি গড়া হলো না তাদের।

ম্যাচের একমাত্র গোলটা এসেছে ৫৪ মিনিটে।

প্রতিপক্ষ ডি বক্সে ইনিয়েস্তা খুঁজে পান কস্তাকে। তিনি শট নেওয়ার আগেই বিপদমুক্ত করার চেষ্টা করেন মজিদ হোসেইনি। তার শট কস্তার পা হয়ে আরেক সতীর্থের পা লেগে জালে জড়ায়।

এবারের আসরে এটি কস্তার তৃতীয় গোল। শেষ ৯ ম্যাচে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকারের নবম গোল এটি।  

সোমবার (২৫ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্পেন। একই সময়ে পর্তুগালের মোকাবিলা করবে ইরান। এই ম্যাচ দুটোর ওপরই নির্ভর করছে ‌‌‌‌‍‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে কোন দুই দল। টানা দুই ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে মরক্কোর।

সূত্র: বিবিসি স্পোর্ট

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর