টপলেস হতে মুখিয়ে আছেন নিশু

নিশু কাউটি।

টপলেস হতে মুখিয়ে আছেন নিশু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে লাতিন আমেরিকার দেশ পেরুর এক সুপার মডেল নিশু কাউটি জানিয়েছিলেন, শিরোপা জয়ের দরকার নেই। দরকার নেই ম্যাচ জয়েরও। শুধু গোল করলেই হবে। ‘টপলেস’ হয়ে যাবেন তিনি।

নিশু কাউটি নামের ওই মডেলকে গোটা পেরু ফুটবল দলের ‘প্রেমিকা’ হিসেবেও অনেকে চিহ্নিত করেছে।  জাতীয় দলের কাছে নিশু প্রস্তাব দেন, তাকে খোলামেলা দেখতে হলে, প্রতি ম্যাচেই গোল করতে হবে।

নিশু বলেন, আমার বিশ্বকাপের দরকার নেই। এমনকী সেমিফাইনালে যাবারও প্রয়োজন নেই।

গ্রুপ পর্ব টপকাতেও হবে না। চাই শুধু গোল। পেরুর যে কেউ গোল করলেই হবে। আর তা হলেই তিনি হবেন টপলেস।

নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে গ্যালারিতে থাকলেও টপলেস হওয়ার সুযোগ পাননি নিশু। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি পেরুর কুয়েভা।  প্রথম ম্যাচে হারতে হয়েছে দলকে।

আরও পড়ুন: গোল করলেই ‘বিবস্ত্র’ হওয়ার ঘোষণা এই সুপার মডেলের!

রাশিয়া বিশ্বকাপে আরও দুটি ম্যাচ পাচ্ছেন নিশু। ‘সি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে পাওলোর দল। এতে গ্যালারিতে হাজির থাকবেন নিশু। এই ম্যাচে যদি গোল না পায় তাহলে আগামী ২৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সুপার মডেলকে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে খেলেছিল দক্ষিণ আমেরিকার দেশটি। ১৯৮২ পর্যন্ত খেলেছিল আরও তিনটি বিশ্বকাপ। এরপর হঠাৎ হারিয়ে যায় দলটি।  ১৯৭০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল দুবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলটি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর