কাশ্মীরে জঙ্গি হামলা, পুলিশসহ নিহত ৬

কাশ্মীরে জঙ্গি হামলা, পুলিশসহ নিহত ৬

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় নওশেরা গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতদের মধ্যে ৪ জঙ্গি ছিল। এছাড়া অভিযানে এক পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন।

জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান এসপি ভায়েদ বলেন, নিহতদের মধ্যে দুইজন ইসলামিক স্টেট (আইএস) অব জম্মু ও কাশ্মীরের সদস্য।

তাদের মধ্যে একজন এই সংগঠনের প্রধান দাউদ।

ভারতীয় গণমাধ্যম জানায়, অনন্তনাগ থেকে ১০ কিলোমিটার দূরে নওশেরা গ্রামে শুক্রবার এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে। এতে একজন বেসামরিক লোক মারা যান ও ১২ জন আহত হন।

নিহত বেসামরিকের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, গোলাগুলির পর শ্রীনগর ও অনন্তনাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গভর্নরের শাসন শুরু হওয়ার পর এটাই কাশ্মীরে প্রথম বন্দুকযুদ্ধ।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর