দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না মিরাজের

দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না মিরাজের

দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না মিরাজের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পুর্ণাঙ্গ  সিরিজ খেলতে প্রায় দেড় মাসের লম্বা সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

দলবলে রওয়ানা দেয়ার কথা আগামীকাল শনিবার রাতে। ক্যারিবিয় দ্বীপে যাওয়ার পথে পা মাড়াতে হবে দুবাই আর যুক্তরাষ্ট্রে।

ঝামেলাটা বাঁধলো এখানেই।

যুক্তরাষ্ট্রের ট্রানজিট ভিসা নয় শুধু এখানে রয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। যার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা আবশ্যক।

টেস্ট দলে আছেন দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল রওয়ানা দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসা মেলেনি মিরাজের।

শুধু মিরাজ একা নন, ভিসা পাননি আরিফুল হকও। যদিও আরিফুল হকের এখন কোনও সমস্যা নাই। টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বাকি এক মাসের মত সময়। এর ভেতরই আরিফুলের ভিসা হয়ে যাবে বলে আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

এখন মিরাজকে হয় ট্রানজিট ভিসা নিতে হবে নয়তো ক’দিন পরে যোগ দিতে হবে দলের সঙ্গে।

টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান স্ব-পরিবারে ঈদ করতে আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস,  মুমিনুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হাসান শান্ত ও শফিউল ইসলাম।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর