চার্জ দিতে গিয়ে স্মার্টফোন বিস্ফোরণ, সিইও’র মৃত্যু! (ভিডিও)

চার্জ দিতে গিয়ে স্মার্টফোন বিস্ফোরণ, সিইও’র মৃত্যু! (ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চার্জ দেওয়ার সময় স্মার্টফোন বিস্ফোরণ হয়ে প্রাণ হারালেন মালয়েশিয়ার একটি সরকারি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।  

হতভাগা মানুষটির নাম নাজরিন হাসান। তিনি মালয়েশিয়ার অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা ক্র্যাডল ফান্ড-এর সিইও। স্মার্টফোন ফেটে তার বেডরুমে আগুন ধরে যায় বলে জানা গেছে।

নাজরিন হাসান দুটি স্মার্টফোন ব্যবহার করতেন, ব্ল্যাকবেরি এবং হুয়াওয়ে। বিস্ফোরণের সময় দুটি ফোনই চার্জে লাগানো ছিল। আগুন ধরে গিয়ে বেডরুমের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, কোন ফোনে বিস্ফোরণ থেকে ঘটনাটি ঘটেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।  

স্মার্টফোনে বিস্ফোরণই মৃত্যুর কারণ হলেও নাজরিন হাসানের পরিবার ও পুলিশের বক্তব্য অবশ্য আলাদা।

 

নাজরিন হাসানের শ্যালক জানিয়েছেন, মোবাইলটি ফেটে গিয়ে তার কোনও একটি অংশ হাসানের মাথায় লেগে ‘ব্লান্ট ট্রমা’ হয়ে মৃত্যু হয়। ঘরে আগুন লাগার আগেই মৃত্যু হয় তার।  

তবে পুলিশ জানিয়েছে, আগুন লেগে যাওয়ায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে নাজরিন হাসানের।



সূত্র: বিজনেস টুডে, স্টার অনলাইন

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর