এক ছাদের নিচে অনলাইন কেনাকাটার সব

ফাইল ছবি

বাংলাদেশ অনলাইন ফেয়ার ২০১৭

এক ছাদের নিচে অনলাইন কেনাকাটার সব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

প্রথমবারের মতো ই-কমার্স শপ অর্থাৎ অনলাইনের সব বিক্রেতা প্রতিষ্ঠানকে নিয়ে এক ছাদের নিচে শুরু হচ্ছে বাংলাদেশ অনলাইন ফেয়ার ২০১৭। ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে ১৭ সেপ্টেম্বর থেকে ৫দিন ব্যাপী এই মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।  

১৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করবেন প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। মেলায় মোট ৫০ টি ই-কর্মাস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলার আয়োজক বাংলাদেশ অনলাইন বিজনেস ফোরাম। মেলাতে থাকছে দেশি ও বিদেশি কাপড়, কসমেটিক্স, জুয়েলারী, মেনস্ কালেকশন, ফার্নিচার, লেদার প্রোডাক্ট ইত্যাদি। আরও থাকছে হ্যান্ডিক্রাফট এর দারুণ দারুণ সব ক্রিয়েটিভ আইটেম। বাচ্চাদের জন্য থাকছে কিডস কালেকশন।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা জমজমাট করার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেনাকাটায় ৫% থেকে শুরু করে ৫০% পর্যন্ত ছাড়। ৩০০ টাকার পণ্য কিনলে মেয়েদের জন্য থাকছে ফ্রি মেহেদী। ১০০০ টাকার একটি পণ্য কিনলে দেওয়া হবে ৫০-৮০টাকার একটি ফ্রি ফুড কুপণ। এছাড়া থাকছে  ফ্রি ফটোশুটের সুবিধা।
 

সম্পর্কিত খবর