দুর্নীতিবাজরা মনোনয়ন পাবে না: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

দুর্নীতিবাজরা মনোনয়ন পাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যাদের বিরুদ্ধে দুর্নীতির আভিযোগ রয়েছে, আগামী নির্বাচনে তারা দলের মনোনয়ন পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বর্ধিত সভায় তিনি এ কথা জানান।

শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১১টায় এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগের অবদান।

বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগের ইতিহাস লিখতে হবে। রাজনীতি ভোগ বিলাসের জন্য নয়, দেশের মানুষের কল্যাণের জন্য- আওয়ামী লীগ তা প্রমান করেছে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ তৃণমূলের রাজনীতি করে। তৃণমূল নেতাকর্মীদের যারা মূল্যায়ন করেনি,  যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, আগামী নির্বাচনে তারা দলের মনোনয়ন পাবে না।

এছাড়া নিজে মনোনয়ন পেতে দলের বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে যারা বিশোদগার করবে, তাদেরকেও মনোনয়ন দেওয়া হবে না বলে জানান তিনি।

বিএনপিকে দুর্নীতিবাজদের দল আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, দলটির নেত্রী নিজে দুর্নীতির দায়ে জেলে, এরপর দলের প্রধান করেছে দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত আরেক পলাতক আসামীকে। দলের গঠনতন্ত্রে পরিবর্তন এনে দুর্নীতিবাজদের দলীয় প্রধান করার সুযোগ তৈরি করে তারা প্রমান করেছে - বিএনপি দুর্নীতিবাজদের দল।

সম্পর্কিত খবর