তুরস্কে ভোটগ্রহণ চলছে, এরদোগানের জন্য অগ্নিপরীক্ষা

এরদোগানের পক্ষে পোস্টার।

তুরস্কে ভোটগ্রহণ চলছে, এরদোগানের জন্য অগ্নিপরীক্ষা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আসার পর এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের জন্য কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটায় তা শেষ হওয়ার কথা রয়েছে।

পাঁচ কোটি ৬০ লাখের বেশি বৈধ ভোটার এবারের নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে গত মাসে ৩০ লাখের বেশি অভিবাসী ভোটার ভোট দিয়েছেন।

২০১৯ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু এরদোগান তা এগিয়ে এনেছেন।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগ ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে তা না হলে আগামী ৮ জুলাই পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।

দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে এরদোগান ২০১৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন।

এছাড়া, গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত গণভোটে শতকরা ৫২ ভাগ ভোটার সাংবিধানিক পরিবর্তনের প্রতি সমর্থন জানান। এর ফলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী ক্ষমতা গ্রহণের পথে সব রকমের বাধা দূর হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর