সাগরপথে ইউরোপ যেতে গিয়ে ৩৫ বাংলাদেশির মৃত্যু

ফারুক ও ইমন। সংগৃহীত ছবি

সাগরপথে ইউরোপ যেতে গিয়ে ৩৫ বাংলাদেশির মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সাগরপথে নৌকায় চড়ে অবৈধভাবে ইউরোপ যাবার সময় সাতদিনে কয়েক দফা নৌকাডুবিতে ৩৫ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশি এ তথ্য জানিয়েছেন।
 
তিনি আরও জানান, গত সপ্তাহে ৭০জনের বেশি বাংলাদেশিসহ প্রায় পাঁচশ যাত্রী নিয়ে নিখোঁজ হয় লিবিয়া থেকে ছেড়ে যাওয়া চারটি ট্রলার। এর মধ্যে একটি ট্রলার দুই দিন পর লিবিয়া উপকূলে ফেরত গেলে ৩৫ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়।

মধ্যসাগরে ২০ বাংলাদেশির সলিলসমাধি হয়। বাকি ১৫জন কূলে এসে প্রাণ হারান।  

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একজন মৌলভীবাজারের বড়লেখার চান্দগ্রামের ফারুক হোসেন, অন্যজন বিয়ানীবাজার পৌরসভার ইমন।

ওই দুই তরুণের বাড়িতে চলছে আহাজারি। নৌকাডুবির ঘটনায় বড়লেখা ও বিয়ানীবাজারের একাধিক তরুণ নিখোঁজ রয়েছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে দেশটির রাজধানী ত্রিপলিতে বাংলাদেশের দূতাবাসের শ্রম সচিব আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন।

এদিকে প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশিরা চাইছেন যাতে তাদের কোনো ধরনের হয়রানি না করে দেশে ফেরত পাঠানো হয়।

গত আগস্ট মাসের জাতিসংঘের জরিপে দেখা গেছে, আফ্রিকান নারী-পুরুষ ও শিশুরা সবচেয়ে বেশি এমন ঝুকিপূর্ণ যাত্রা করেন। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে।

সম্পর্কিত খবর