বাংলাদেশে ফোনের যন্ত্রাংশ এনে বিপাকে স্যামসাং!

বাংলাদেশে ফোনের যন্ত্রাংশ এনে বিপাকে স্যামসাং!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সংযোজনের জন্য বাংলাদেশে এক লাখ হ্যান্ডসেটের যন্ত্রাংশ এনে বিপাকে পড়েছে স্যামসাং। নরসিংদীতে স্থাপিত কোম্পানিটির হ্যান্ডসেট সংযোজন কারখানা হতে সংযোজিত হ্যান্ডসেট চলতি মাসের আগেই বাজারে আনার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত থমকে গেছে সবকিছু।

এক লাখ ইউনিটের মধ্যে কোম্পানিটি কয়েক হাজার হ্যান্ডসেট সংযোজন করলেও তা আর বাজারে তো ছাড়েইনি, বরং সংযোজন প্রক্রিয়াই থামিয়ে দিয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশে স্যামসাংয়ের কারখানা স্থাপনের দেশিয় অংশীদার ফেয়ার গ্রুপের চেয়ারম্যান এবং বিএমপিআইএর সভাপতি রুহুল আলম আল মাহবুব জানান, ‌এক লাখ হ্যান্ডসেট সংযোজনের যন্ত্রাংশ তারা আমদানি করে ফেলেছেন, যা সংযোজনের প্রক্রিয়ায় ছিল।

কিন্তু বাজেটে ভ্যাট আরোপের ফলে এখন সব আটকে গেছে। ’

দেশে স্যামসাংয়ের কারখানা স্থাপনে ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ৬০০ কর্মী কাজ করছেন। আরও ৪০০ কর্মী নিয়োগ প্রায় চূড়ান্ত করা হয়েছিল।

কিন্তু এখন কিছুই করা যাচ্ছে না বলে জানান রুহুল আলম আল মাহবুব।

সূত্র: টেকশহর

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর