ফের সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা।

ফের সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহর অস্ত্র গুদাম লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সানা জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ হামলার কথা নিশ্চিত করেজানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহর অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

তবে বড় কোনো বিস্ফোরণ ঘটেনি। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান এ কথা নিশ্চিত করেন।

ইসরাইল গত কয়েক বছর ধরে সিরিয়ার ওপর হামলা করে আসছে। তবে সাম্প্রতি হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সিরিয়া সরকার বলছে, উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় ইসরাইল। এ কারণেই সন্ত্রাসীদের পতন ঠেকানোর জন্য তেল আবিব মরিয়া হয়ে সিরিয়ার ওপর একের পর এক হামলা চালাচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর