লতা মঙ্গেশকরের গানে অশ্লীল দৃশ্য নিয়ে তোলপাড়!

আপত্তিকর দৃশ্য।

লতা মঙ্গেশকরের গানে অশ্লীল দৃশ্য নিয়ে তোলপাড়!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘‌কাভি খুশি কাভি গম’‌–ছবির টাইটেল ট্র‌্যাকে এক অভিনেত্রীর অশ্লীল দৃশ্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দৃশ্যটি দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের পরিবার। ক্ষুব্ধ হওয়ার কারণ হলো টাইটেল ট্র‌্যাকটি লতা মঙ্গেশকরের নিজের গাওয়া। পরিচালক জোয়া আখতার ও করণ জোহর ‘‌লাস্ট স্টোরিজ’‌ ছবিতে এমন দৃশ্য ধারণ করেন।

এ দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী কিয়ারা আদবানী।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ’৷ আর সেখানে এক নববিবাহিত নারীর চরিত্রে দেখা গেছে কিয়ারাকে ৷ ছবিতে কিয়ারা নিজের যৌন জীবন নিয়ে একেবারেই খুশি নন। তাই স্বামীর অজান্তেই শরীরের সঙ্গে চলে তাঁর নানা রকম কীর্তি। আর সেখানেই একদিন নববধূকে দেখা যায় স্বমেহন করতে।

কিয়ারা আদবানির ওই দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছে লতা মঙ্গেশকরের পরিবার।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌কেন লতার অবিস্মরণীয় গানটিকে ব্যবহার করা হয়েছে, এ ধরনের লজ্জাজনক পরিস্থিতিতে?‌’‌ এখনও মনে আছে, কাভি খুশি কাভি গম গানটি রেকর্ডিংয়ের সময় করণ জোহর কতটা আবেগাচ্ছন্ন হয়ে পরেছিলেন। তিনি বলেছিলেন আমার স্বপ্ন পূরণ হলো। কিন্তু এখন কেন সেই স্বপ্নের গান রাতের দুঃস্বপ্নে পরিণত হলো। ’

২০০১ সালে করণ জোহরের পরিচালিত দ্বিতীয় ছবি ‘‌কাভি খুশি কাভি গম’‌ মুক্তি পায়। এই ছবির অনেক গানই লতা মঙ্গেশকর গেয়েছেন। যদিও লতাজি নিজেও এখনও জানেন না তাঁর গাওযা গান ‘‌লাস্ট স্টোরিজ’‌-এ ব্যবহার হয়েছে।

মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘‌ভজনের মত গানটিকে কেন এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পরিচালক ব্যবহার করল বুঝতে পারছি না। অন্য যে কোনও গান ব্যবহার করতে পারতেন পরিচালক। ’

এদিকে এ মাসের গোড়াতেই ‘‌ভীরে দি ওয়েডিং’‌-ছবিতে স্বরা ভাস্করের স্বমেহন নিয়ে অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করা হয়। ‘‌লাস্ট স্টোরিজ’‌-এর বিতর্কিত দৃশ্যটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

করণ জোহর এ বিষয়ে বলেন, ‘‌এ ধরনের অভিনয় করতে মেয়েদের বেশি ক্ষমতার দরকার হয়। এ ধরনের ছবি তৈরিতে জোরদার পরিচালকের দরকার। আমরা হঠাৎ করে এ ধরনের দৃশ্য প্রকাশ্যে নিয়ে আসছি। ’

করণ এবং জোয়া ছাড়াও ছবির অন্য দুই পরিচালক হলেন অনুরাগ কশ্যপ এবং দিবাকর ব্যানার্জি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর