৯টি কেন্দ্র ছাড়া সব জায়গায় ভোট সুষ্ঠু: ইসি সচিব

৯টি কেন্দ্র ছাড়া সব জায়গায় ভোট সুষ্ঠু: ইসি সচিব

৯টি কেন্দ্র ছাড়া সব জায়গায় ভোট সুষ্ঠু: ইসি সচিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে স্বাভাবিক ভোট হয়েছে। যেসব কেন্দ্রে বিন্দু পরিমাণ অভিযোগ ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে ভোট প্রদান শেষে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা গণমাধ্যমের প্রতিবেদন এবং আমাদের নিজস্ব পর্যবেক্ষকের মাধ্যমে যে তথ্য পেয়েছি তাতে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বলে জেনেছি।

তিনি বলেন, নির্বাচন কমিশন আগেই কর্মকর্তাদের বলেছিল কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। তাই ৯ কেন্দ্রে অনিয়ম বরদাস্ত করা হয়নি।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টায় ভোট দেয়া শেষে শুরু হয়েছে গণনা।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্র ৪২৫টি। কেন্দ্রের মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট সাত মেয়র প্রার্থীর পাশাপাশি ২৫৪ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর