ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে অবৈধ অস্ত্র রাখার দায়ে সাঈদুর রহমান স্বপন (৪৬) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকে.এম. তোফায়েল হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাঈদুর রহমান স্বপন ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ জানুয়ারি বরিশাল র‌্যাব-৮ এর একটি দল সাঈদুর রহমান স্বপনকে তাঁর বাড়ি থেকে একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‌্যাব-৮ এর তৎকালিন উপসহকারী পরিচালক (ডিএডি) মশিউর রহমান বাদী হয়ে ঝালকাঠি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ২০১৪ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোপত্র দায়ের করেন। আদালত ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামি পক্ষে আবদুর রশীদ সিকদার মামলা পরিচালনা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/রেজাউল/তৌহিদ)

সম্পর্কিত খবর