‘ইরাক-ইরানের শত্রু যুক্তরাষ্ট্র-ইসরাইল’

ড. আলী আকবর বেলায়েতির সঙ্গে ইরাকি প্রতিনিধিদলের বৈঠক।

‘ইরাক-ইরানের শত্রু যুক্তরাষ্ট্র-ইসরাইল’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরাক ও ইরানের অভিন্ন শত্রু যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য ও সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি।

ইরান সফররত একদল ইরাকি চিন্তাবিদের সঙ্গে এক বৈঠকে ড. বেলায়েতি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ এবং যুক্তরাষ্ট্রের বাড়তি চাহিদা প্রতিহত করা -এ দুটোই ইরাক ও ইরানের কাছে অভিন্ন বিষয়।

ইরাক ও ইরানের মধ্যে ১২০০ কিলোমিটার অভিন্ন সীমান্ত রয়েছে, দু দেশের মধ্যে অভিন্ন নীতি রয়েছে এবং সাংস্কৃতিক ও ধর্মীয় অভিন্নতার মতো নানা কারণে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে তেহরান ও বাগদাদ শত্রু মনে করে।

ইরাক-ইরান দু দেশই নিজের স্বাধীনতাকে জোরদার করতে চায়।

ইরাক-ইরান দেশ দুটির ব্যাপরে আলী আকবর বেলায়েতি বলেন, দু দেশের হাতেই রয়েছে প্রচুর পরিমাণে জ্বালানি এবং কয়েক হাজার বছরের গভীর সাংস্কৃতিক বন্ধন। দেশ দুটির জনগণ ইসলামি সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন ইরানের এ শীর্ষ কর্মকর্তা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর