আজ অর্থ বিল, কাল বাজেট পাশ

আজ অর্থ বিল, কাল বাজেট পাশ

নিজস্ব প্রতিবেদক

দশম জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশনে আজ পাশ হবে ২০১৮-১৯ অর্থবছরের অর্থ বিল। আর আগামীকাল পাশ হবে এই অর্থবছরের বাজেট।

বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়েছে। এতে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা।

সূত্র জানায়, আজকের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু দিক নির্দেশনা প্রদান ও সুপারিশ করবেন প্রস্তাবিত বাজেট নিয়ে। সেই সুপারিশ বিবেচনায় নিয়ে বাজেট পাসের পূর্ণ প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে গেল ৭ জুন ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে আগামী অর্থ বছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর