গণহত্যা বন্ধে সু চির প্রতি জোলির আহ্বান

গণহত্যা বন্ধে সু চির প্রতি জোলির আহ্বান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি অং সান সু চির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'আর নীরব থাকবেন না।

জোলি আরও বলেছেন, আমরা আশা করবো বর্তমান পরিস্থিতিতে অং সান সুচি মানবাধিকারের বিষয়ে কথা বলবেন।  

সেনাবাহিনীর এই সহিংসতা বন্ধ করতে হবে।

শরণার্থীদের তাদের ঘরে ফিরে যেতে দিতে হবে। রোহিঙ্গাদের দিতে হবে নাগরিক অধিকার।  

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংসতায় সারাবিশ্বে তীব্র সমালোচনার মুখে রয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অং সান সুচি। এই নৃশংসতার বিরুদ্ধে তিনি নিন্দা জানাননি।

এ জন্য তার সমালোচনা করছেন বিশ্বের সকল মানুষ। এ মিছিলে শরিক হলেন অ্যাঞ্জেলিনা জোলিও।  

সম্পর্কিত খবর