অবসর নিয়ে ফেললেন আর্জেন্টিনার বিগলিয়াও

অবসর নিয়ে ফেললেন আর্জেন্টিনার বিগলিয়াও

অবসর নিয়ে ফেললেন আর্জেন্টিনার বিগলিয়াও

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। ফলে দীর্ঘ ৩২ বছর পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্বপ্নেরও অপমৃত্যু ঘটেছে। একে ঘিরে ৪ কোটি মানুষের দেশটিতে পড়েছে কান্নার রোল। এর মধ্যে একে একে ধেয়ে আসছে দুঃসংবাদ।

ম্যাচ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বলে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। এবার তার পথে হাঁটলেন মাঝমাঠের সৈনিক লুকাস বিগলিয়া। আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন তিনিও।

কিলিয়ান এমবাপ্পেদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিগলিয়া বলেন, সময় হয়ে গেছে সরে দাঁড়ানোর।

এখন নয়তো কখন। নতুন প্রজন্মকে তো সুযোগ দিতে হবে।

দলের বাজে পারফরম্যান্সে হতাশ বিগলিয়াও, আমরা খুবই মর্মাহত। এক নিমিষেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেল। এভাবে শেষ করতে চাইনি আমরা। এখন নতুনদের জায়গা করে দিতে হবে। তারা যেন গুছিয়ে উঠতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

২০০৯ সালে ডিয়েগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনা দলে ডাক পান বিগলিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাঝমাঠে হয়ে উঠেছিলেন দলের নির্ভরতার প্রতীক। আকাশি-সাদা জার্সিতে ৫৮টি ম্যাচ খেলেন ৩২ বছর বয়সী ফুটবলার। ২০১৪ বিশ্বকাপের ফাইনালও খেলেন তিনি।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর