২৫ বছর বয়সেই মন্ত্রী!

২৫ বছর বয়সেই মন্ত্রী!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মালয়েশিয়ার রাজনীতিবিদ সাইদ সাদিক সাইদ আবদুল রহমানের বয়স মাত্র ২৫। এ বয়সেই দেশটির মন্ত্রী পদে যোগদান করেছেন তিনি। এর মধ্য দিয়ে সাইদ সাদিক মালয়েশিয়ার সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন। যুব ও ক্রীড়ামন্ত্রী পদে আজই (২ জুলাই) শপথ নিয়েছেন তিনি।

আরও পড়ুন:খুব সাবধানে এগিয়ে আসছে বাঘ, অতঃপর...

এতো অল্প বয়সে মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সাইদ সাদিক প্রশংসার পাশাপাশি নানা প্রশ্নেরও সম্মুখীন হচ্ছেন। তিনি একটি মন্ত্রণালয়কে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য কী না- কেউ কেউ এ প্রশ্নও তুলেছেন। কিন্তু সাইদ সাদিক দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, সব সন্দেহবাদীকে তিনি প্রমাণ করে দেবেন, তিনি এ নিয়োগ পাওয়ার যোগ্য।

আরও পড়ুন:স্ত্রীকে বাজি রেখে জুয়ায় হার, অতপর…

আরও পড়ুন:৭০ বছর খাবার খান না, তবুও জীবিত!

সাইদ সাদিক রাজনীতিতে গুরু মানেন আধুনিক মালয়েশিয়ার ডা. মাহাথির মোহাম্মদকে। সোমবার সেই মাহাথিরের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হিসেবেই শপথ নিলেন তিনি।

আরও পড়ুন:প্রেমিকের সঙ্গে মিলনের দৃশ্য ভুল করে লাইভে!

দেশের রাজনীতিতে সক্রিয় থাকতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বৃত্তি প্রত্যাখান করেন তিনি।  

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর