আধাঘণ্টায় বসুন্ধরা পেপারের শেয়ারের দাম বেড়েছে ৮১%

আধাঘণ্টায় বসুন্ধরা পেপারের শেয়ারের দাম বেড়েছে ৮১%

নিজস্ব প্রতিবেদক

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা বসুন্ধরা পেপারের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ (২ জুলাই)। প্রথম দিনেই প্রথম আধঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮১ শতাংশ।

এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারের প্রাথমিক দাম (অ্যাডজাস্টমেন্ট ওপেনিং প্রাইজ) নির্ধারণ করা হয় ৮০ টাকা। তবে প্রথম লেনদেনেই দাম উঠে যায় ১৫৫ টাকায়।

এরপর দাম কিছুটা কমে ১৩৬ টাকায় চলে আসে। তবে এরপর আবার দাম বাড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯০ পয়সা। সে হিসেবে দাম বেড়েছে ৬৪ টাকা ৯০ পয়সা বা ৮১%।

আর শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৭৩ লাখ টাকার।

‘এন’ গ্রুপের আওতায় ডিএসইতে বসুন্ধরা পেপারের লেনদেন হচ্ছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড নির্ধারণ করা হয়েছে ‘বিপিএমএল’, আর কোম্পানি কোড ১৯৫১২।

এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারিত হয় ৮০ টাকা। এ দামে প্রতিষ্ঠানটি ১২৫ কোটি টাকা সংগ্রহ করে। এরপর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দামে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর