অত্যাধুনিক ক্যামেরার ব্যবহারে গোপনীয়তা ফাঁস!

অত্যাধুনিক ক্যামেরার ব্যবহারে গোপনীয়তা ফাঁস!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাঠের খেলা সরাসরি ঘরে ঘরে পৌঁছে দেয়ার ক্ষেত্রে আধুনিক ক্যামেরার ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। তবে বর্তমান যুগে অত্যাধুনিক ক্যামেরার ব্যবহার দেখা যাচ্ছে মাঠের খুঁটিনাটি কাভার করতেও।  

বিশেষ করে এবারের বিশ্বকাপে ক্যামেরা-প্রযুক্তিতে এসেছে নতুনত্ব। প্রথমবারের মত এবার বিশ্বকাপ ধারণ করা হচ্ছে এইট-কে রেজুলেশনে।

যদিও বিশ্বকাপ ব্যতীত অন্য কোনো ক্রীড়া আসরে সরাসরি এইট-কে রেজুলেশনে দেখার উপায় নেই, কিন্তু ভবিষ্যতে হাইলাইটস বা কোচরা খেলার তথ্য বিশ্লেষণ করার জন্য ম্যাচের ফুটেজ থেকে আরও তথ্য বের করতে পারবেন এর মাধ্যমে।

এদিকে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বা দলের উপদেষ্টাদের জন্য আছে বেশ কিছু ডেডিকেটেড ক্যামেরা। এর মধ্যে স্লো মোশন ক্যামরা আছে, আছে ওপর থেকে সবগুলো খেলোয়াড়ের দিকে নজর রাখার ক্যামেরা।  

আবার কিছু ক্যামেরার কাজই হচ্ছে বেশ কয়েকটি দৃষ্টিকোণ থেকে বলের ওপর নজর রাখা।

এরই মধ্যে স্লো মোশন ফুটেজের কারণে বেশ কয়েকটি ম্যাচের মোড় ঘুরে গেছে। স্লো মোশন আর হাই রেজুলেশন ফুটেজের কল্যাণে ভবিষ্যতে কোচদের খেলার সাফল্য বা ব্যর্থতার কারণ খুঁজে বের করা হবে আরও সহজ।  

আর সবই আজকের অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তির কারণেই সম্ভব হবে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর