বান্দরবানে পাহাড় ধসে নিহত ১, যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবানে পাহাড় ধসে নিহত ১, যোগাযোগ বিচ্ছিন্ন

কবির হোসেন সিদ্দিকী • বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রতীমা রাণী দে (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। আজ (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের কালাঘাটার বীরবাদুর নগরে  এ দুর্ঘটনা ঘটে।

পরে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিসি মো. আসলাম হোসেন জানান, প্রবল বর্ষণের সময় প্রতীমা রাণী ঘরে একাই ছিলেন। তার বাড়ির পেছনের পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়ে। পরে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

দমকল বাহিনীর বান্দরবানের উপ-পরিচালক ইকবাল সোবাহান জানান, মাটি খুঁড়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, গেল ২ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

অপরদিকে, সাঙ্গুর পানি বাড়ার কারণে বান্দরবানের পলুপাড়ায় একটি ব্রেইলি ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ শহর ও উপজেলায় মাইকিং করছে।

কবির/অরিন/নিউজ টোয়েন্টিফোর