চবির ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর শুরু

চবির ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর শুরু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭-৩০ অক্টোবর।

আজ (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম বিষয়ে মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটে উপাচার্য দপ্তরের সভা কক্ষে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভর্তি সংক্রান্ত বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, আইসিটি কেন্দ্রের কো-অর্ডিনেটর, হিসাব নিয়ামক, ডেপুটি রেজিস্ট্রারসহ (একাডেমিক) ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলী পরে জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে এবারের ভর্তি পরীক্ষাও অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবার ছাড়াও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ’

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর